অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকদের নিয়ে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফিংড়ী বাজার ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মুহাম্মাদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম। এছাড়া ইউনিয়ন জামায়াতের সম্পাদকমণ্ডলী, টিম সদস্য এবং ভোটকেন্দ্রভিত্তিক পরিচালক ও সহকারী পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে পরিচালক ও সহকারী পরিচালকগণকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ এবং যথাযথ প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তিনি দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ হয়।