• আজ- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা

লেখক : / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

add 1

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৬ আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান। ফোরামের সভাপতি সেখ অলিউল ইসলাম সভাপতিত্বে এবং সঞ্জয় সরকার ও এম. আর. মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সাবেক ফিফা এলিট রেফারি তৈয়েব হাসান বাবু, খুলনা বিভাগীয় আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ মা আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, সিনিয়র ধারাভাষ্যকার জিএম সিরাজুল ইসলাম, জুয়েল আহমেদ ঝিনুক, সেলিম রাজা তুষার প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বাংলা ক্রীড়া ধারাভাষ্যকার জগতের কিংবদন্তী আলফাজ উদ্দিন আহমেদ এবং বেতার ও টিভির ন্যাশনাল কমেন্টেটর সামসুল ইসলাম অংশ নেন। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে প্রায় ৬০ জন ধারাভাষ্যকার প্রশিক্ষণ গ্রহণ করেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ