শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার লাবসা বাইপাস সড়কে মেয়াদোত্তীর্ণ ও খেলাপি মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পাঁচটি মামলার বিপরীতে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, ২০ বছরের অধিক পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক ও কভার্ডভ্যানের বিরুদ্ধে বিশেষভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান এবং আনসার বাহিনীর সদস্যরা।
বিআরটিএ সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খুলনা বিভাগের প্রতিটি জেলায় সড়কে শৃঙ্খলা আনতে এ কার্যক্রম চালানো হচ্ছে। সাতক্ষীরায় এ অভিযান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ও খেলাপি যানবাহনের চলাচল বন্ধ করা এবং লাইসেন্সবিহীন গাড়ি চলাচল রোধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের ধারাবাহিক অভিযান সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।