পুরাতন ও ঝুঁকিপূর্ণ মোটরযানের বিরুদ্ধে সাতক্ষীরায় চলছে বিশেষ মোবাইল কোর্ট অভিযান। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং পরিবহন খাতকে নিরাপদ করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।
সোমবার (০১ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সাতক্ষীরা শহরের উপকণ্ঠে বিনেরপোতা বাইপাস মোড়ে পরিচালিত হয় এ ধরনের একটি অভিযান। মোবাইল কোর্টের মাধ্যমে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কভার্ডভ্যানের চলাচল বন্ধে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অভিযোগে ৩টি মামলায় মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
উপস্থিত কর্মকর্তা ও অভিযানের তত্ত্বাবধান:
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ টিম।
বিআরটিএ সূত্র জানিয়েছে, এই কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এবং খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মোঃ জিয়াউর রহমান। সাতক্ষীরায় পুরো কার্যক্রম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের সরাসরি তত্ত্বাবধানে চলছে।
সড়কে নিরাপত্তা ও জনসচেতনতার বার্তা:
অভিযানের মূল লক্ষ্য শুধু আইন প্রয়োগ নয়, বরং সাধারণ মানুষকে সচেতন করা। পুরাতন মোটরযানের কারণে যান্ত্রিক ত্রুটি থেকে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। সেই ঝুঁকি কমাতে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, “আইন মেনে সবাই গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।”