কলম
চাইল খায় বউ তিন তালাকে
চাইল ফুরানোর ডরে,
পরেরটা খায় ধান চিবিয়ে
ধানের গোলা ধরে।
একের পর এক দোষের দোষী
ঘটলো বহু বিয়ে,
আন্ধার চান্দে অশান্তির নীড়
দাদার পথে গিয়ে।
ক্ষেতের বেড়ায় ফসলি খায়
ছিলনা তো জানা,
পিঁপড়ে মরে বেধুম উড়ে
পায় যদি সে ডানা।
ছাগল কিনে পাগল লোকে
বাল্যশিক্ষার পাঠ্য,
পরের মেয়ে ঘরে তুলে
বিবাহ নাম নাট্য।
চাবুক বিহীন ঘোড়া ভবে
রুখিবার নাই সাধ্য,
বাবা ডাকের করলে আশা
বউ মানতে হয় বাধ্য।