শুক্রবার দুপুরে খুলনা বেতারে প্রচারিত হবে নাটক ভূলের সমাধি
লেখক :
/ ৭০
বার দেখা হয়েছে
আপডেট :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার করুন
জি.এম আবুল হোসাইন : বাংলাদেশ বেতার খুলনায় শুক্রবার দুপুরে প্রচারিত হবে নাটক ভূলের সমাধি। ডা. মো. সামছুজ্জামানের রচনা ও মো. ইলিয়াস হোসেন সরদার এর পরিচালনায় ২৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে। বাংলাদেশ সরকারের তালিকাভূক্ত নাট্যকার ডা. সামছুজ্জামান একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা “সাহিত্যপাতা” কে জানান, সামাজিক প্রেক্ষাপট নিয়ে রচিত নাটক ভূলের সমাধি সকল শ্রোতাদের ভাল লাগবে হবে আশা করি। নাটকটি একাধিকবার খুলনা বেতারে প্রচারিত হয়েছে। জনপ্রিয় এই নাটকটি খুলনা বেতার ছাড়াও এফ.এম ৮৮.৮ মেগা হর্সে প্রচারিত হবে।