প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
শরৎ মানে
শরৎ মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা,
শরৎ মানে কাশের বনে
ফুলপরীদের খেলা।
শরৎ মানে ঝরে পড়া
শিউলি ফুলের রাশি,
শরৎ মানে সবুজ মাঠে
নবীন ধানের হাসি।
শরৎ মানে বকুল ফুলের
গন্ধে মাতাল হাওয়া,
শরৎ মানে কুলু কুলু
নদীর বয়ে যাওয়া।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com