শরৎ
বর্ষা শেষে শরৎ এলো-
সোনার বাংলাদেশে;
তুষার যেনো মুক্তা ঝরায়
মাঠের সবুজ ঘাসে।
শুভ্র মেঘ আর নীল আকাশ
প্রাণ মোহিত করে;
কাঁশবনে যেনো পরীর মেলা
রুপে অগ্নি ঝরে।
জুঁই শেফালীর হচ্ছে বিয়ে
প্রজাপতির দল ছোটে;
শিউলি ফুলে ঘ্রাণ আসে
প্রভাতে সে ফোটে।
মেঘের ভেলা উড়ে যায়
কোন অজানার দেশে;
ভোরের ভেলায় দূর্বাঘাসে
শিশির বিন্দু হাসে।
শিশির ভেজা সবুজ ঘাসে
কি অপরূপ লাগে;
এমন দিনে কবির মনে
নানান ছন্দ জাগে।