শরতের প্রভাতে আকাশটা আজ লাগছে বেশ-
মেঘেদের গুড়ুম গুড়ুম খুনসুটিতে কাটছে রেশ।
তরুলতা আর বৃক্ষরাজি, হেলেদুলে পড়ছে নুয়ে
শরৎরাণী এসে আবার মনটা দিলো ছুঁয়ে।
ডাহুক আর পানকৌড়িরা ছুটছে নদীর বাঁকে
বলাকারা সারি বেঁধে বসছে গাছের শাখে।
আকাশ জুড়ে ঘুরে বেড়ায়, সাদা মেঘের ভেলা
গাছের ডালে ঝাঁকে ঝাঁকে পাখ- পাখালির মেলা।
কাশবনে দুলছে কাশফুল,জুড়িয়ে গেল প্রাণ
দোয়েল,কোয়েল,ময়না,টিয়া উল্লাসে গায় গান।
চারিদিকে মনোরম হাওয়া স্নিগ্ধ অনুভূতি
রূপের হাওয়া দুলতে থাকে সকাল,সন্ধ্যা, রাতি।
টগর, বেলী,হাসনাহেনা, বকুল ফুলের গন্ধে
শরৎঋতু দোলা দেয় প্রকৃতির ছন্দে।
কৃষক ভাইয়ের মুখে হাসি, শরতের মাঝে
কৃষাণীরা নব- রঙ্গে, আলতা পায়ে সাজে।
শিউলি ভেজা শরতের প্রভাত, কি যে মধুর লাগে
জুঁই – শেফালীর পসরা সেজে, সূর্যি মামা জাগে।
মিষ্টি রোদ,মিষ্টি আকাশ প্রাণে দেয় দোলা
শরতের লীলা দেখে হই আত্মভোলা।