মা আমেনার নয়নমণি
ফুল বাগের এক ফুল,
আল্লাহতালার প্রিয় বন্ধু
মোহাম্মদ রাসুল।
মোহাম্মদ নাম যতোই জপি
মধুর লাগে ততো,
দিবানিশি মোহাম্মদ নাম
জপি অবিরত।
মোহাম্মদের নামের মালা
পরবো সবাই গলে,
তাঁর দেখানো দ্বীনের পথে
ছুটবো দলে দলে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান