আবহাওয়া
আমার মায়ের সোনার মুখটি
আজো চোখে ভাসে,
মায়ের কথা পড়লে মনে
চোখে পানি আসে ।
আমার মায়ের স্বর্গ হাসি
ভুবন আলো করা,
আমার মায়ে হাসলে পরে
হাসতো যেনো ধরা।
আমার মায়ের হাসির শোভা
চাঁদের সাথে মিলে,
আমার মায়ের মিষ্টি হাসি
সুখ দিয়ে যায় দিলে।
মায়ের মুখের মধুর হাসি
সুখের লাগে দোলা,
মা যে আমায় ছেড়ে গেছে
মাকে যায়না ভোলা।
আমার মায়ের হাসি এখন
কোথায় পাবো বলো,
যেথায় গেলে মাকে পাবো
সেথায় নিয়ে চলো।