মায়াবী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
অতীতের স্মৃতিগুলো শুধু মনে রবে।
মনে রবে হাসি-কান্না, দুঃখ-অভিমান,
মনে রবে শত কষ্ট পাহাড় সমান।
তবু যেন চলে যেতে মন নাহি চায়,
থেকে যেতে ইচ্ছে করে আপন মায়ায়।
সকল বেদনা ভুলে হাসিখুশি মন,
কেটে যাক পৃথিবীতে হাজার জীবন।
এ কেমন মায়াজাল, পৃথিবী সাজায়,
বেদনার মাঝে সবে, থেকে যেতে চায়।
ছাড়ে না কখনো কেউ ধরণির মায়া,
তবুও জীবন থামে, রয়ে যায় কায়া।