• আজ- সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

মায়াবী পৃথিবী

এম.আর.এ. আকিব / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

add 1
  • এম.আর.এ. আকিব
মায়াবী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,
অতীতের স্মৃতিগুলো শুধু মনে রবে।
মনে রবে হাসি-কান্না, দুঃখ-অভিমান,
মনে রবে শত কষ্ট পাহাড় সমান।
তবু যেন চলে যেতে মন নাহি চায়,
থেকে যেতে ইচ্ছে করে আপন মায়ায়।
সকল বেদনা ভুলে হাসিখুশি মন,
কেটে যাক পৃথিবীতে হাজার জীবন।
এ কেমন মায়াজাল, পৃথিবী সাজায়,
বেদনার মাঝে সবে, থেকে যেতে চায়।
ছাড়ে না কখনো কেউ ধরণির মায়া,
তবুও জীবন থামে, রয়ে যায় কায়া।
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ