ভোরের কুয়াশা ভেজা শিশিরে,
কাশফুলেরা হেসে ওঠে মাঠে।
আকাশে ওড়ে শঙ্খ দিগন্তে শিউলি,
আগমনীর সুর বাজে মা আসছে আজি।
আকাশে নতুন সূর্যোদয় হলে,
ঢাকের কাঠি বাজে মৃদু তালে।
আকাশবাণীর স্তোত্রধ্বনি বাজে,
শান্ত ভোরের মহালয়ার সাজে।
মহিষাসুরমর্দিনী, দেবী দশভুজা,
এলো আজি মহালয়া আগমনী সুর।
দুর্গার আবাহন শরতের স্নিগ্ধ ভোরে,
মহালয়ার মন্ত্র বাজে হৃদয়ের দ্বারে।
শুভ মহালয়া! জয় মা দুর্গা!
অসুর নিধনে আনন্দময়ীর আগমন,
আঁধারের বুকে আলো জ্বেলে,
সবার নতুন করে জাগুক প্রাণ।