• আজ- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

মহালয়া

বিপুল চন্দ্র রায় / ৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

add 1
  • বিপুল চন্দ্র রায়

ভোরের কুয়াশা ভেজা শিশিরে,
কাশফুলেরা হেসে ওঠে মাঠে।
আকাশে ওড়ে শঙ্খ দিগন্তে শিউলি,
আগমনীর সুর বাজে মা আসছে আজি।

আকাশে নতুন সূর্যোদয় হলে,
ঢাকের কাঠি বাজে মৃদু তালে।
আকাশবাণীর স্তোত্রধ্বনি বাজে,
শান্ত ভোরের মহালয়ার সাজে।

মহিষাসুরমর্দিনী, দেবী দশভুজা,
এলো আজি মহালয়া আগমনী সুর।
দুর্গার আবাহন শরতের স্নিগ্ধ ভোরে,
মহালয়ার মন্ত্র বাজে হৃদয়ের দ্বারে।

শুভ মহালয়া! জয় মা দুর্গা!
অসুর নিধনে আনন্দময়ীর আগমন,
আঁধারের বুকে আলো জ্বেলে,
সবার নতুন করে জাগুক প্রাণ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ