বাবরি মসজিদ রামমন্দিরে রূপান্তরিত হলেও হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের ক্ষোভ থামেনি। এবার তারা লক্ষ্য করেছেন হায়দ্রাবাদের বালাপুর এলাকার সুলতানপুরে অবস্থিত ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ ও নোমানিয়া মাদ্রাসা।
জানা গেছে, ১৯ আগস্ট এক হিন্দুত্ববাদী সংগঠন, যাদের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে, মসজিদের সামনে বিক্ষোভ করে এবং মাদ্রাসা বন্ধের দাবি তোলে। বিক্ষোভকারীরা স্লোগান দেয়, “জয় শ্রীরাম” ও “বেআইনি মাদ্রাসা বন্ধ করো”। এই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মসজিদ ও মাদ্রাসার দায়িত্বে থাকা মৌলানা আকবর খান অভিযোগ করেছেন, তারা লিখিতভাবে থানায় অভিযোগ দিলেও এফআইআর হয়নি। তিনি জানান, মাদ্রাসায় কেবল স্থানীয় গরিব পরিবারের ৯০ জন ছাত্র পড়ে, যার মধ্যে ৭৫ জন হোস্টেলে থাকে। মাদ্রাসায় অবৈধ অভিবাসী থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। এমবিটি-র নেতা আমজেদ উল্লাহ খান বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত উসকানি, যার পেছনে রাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি অভিযোগ করেন, পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি এবং অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার অধিকার আইনে ও সংবিধান অনুযায়ী ন্যায্য তদন্ত ও সংরক্ষণ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে চিঠি দিয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনও উত্তর আসেনি।
এই ঘটনার ফলে হায়দ্রাবাদের ঐতিহাসিক মসজিদ-মাদ্রাসা সংরক্ষণ ও সংখ্যালঘু অধিকার নিয়ে নতুনভাবে উত্তেজনা তৈরি হয়েছে।