ভালো লাগে পূবাল বাতাস,
মেঘলা দুপুরবেলা;
ভালো লাগে নদীর জলে
সাঁতার–সাঁতার খেলা।
ভালো লাগে মেঘলা দিনে,
বৃষ্টিতে রোজ ভিজতে;
ভালো লাগে গোল্লাছুটে,
সবার আগে জিততে।
ভালো লাগে গ্রামীণ পথে,
যেতে সবুজ নীড়ে;
স্বপ্ন জাগে হাজার স্বপন,
বাংলা মাকে ঘিরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান