তোমারে ভালোবেসে যদি পাপ করে থাকি,
তবে সে পাপ আজ প্রতিদিন বাড়ে নীরব নিঃশব্দে।
প্রেম যদি অপরাধ হয়, তবে আমার নিঃশ্বাসও দোষী,
কারণ প্রতিটি শ্বাসে আছে তোমারই নাম গোপনে।
তোমার মুখখানি যেন পূর্ণিমা রাতে জাগা শান্ত জ্যোৎস্না,
সে মুখ না দেখলে মন হয় খরার মাঠ, শুকিয়ে যাওয়া নদী।
তুমি না থাকলে রাত নামে কালো কাপড়ে মোড়া অমাবস্যা,
তারারাও মুখ ফিরায়, বাতাসও ফিসফিস করে দীর্ঘশ্বাস।
ভাগ্যবিধাতা, তুমি কি শুনো না এই নিঃশব্দ কান্না?
নাকি হৃদয়ের ব্যথা শুধু নীরব শূন্যতায় বিলীন হয়?
ভালোবাসার ছবি কি আর কেউ আঁকে ,
আজকের এই শুষ্ক দিনে?
নাকি প্রেম শুধু কাঁটার মালা,
বুকের পাঁজরে বিঁধে থাকা স্মৃতি?
একটিবার যদি সে চেয়ে দেখে ,
বিশ্বচক্র থেমে যায়,
অন্তর হিমশীতল আলোয় জ্বলে ওঠে।
তুমি মুখ তুলে চাইলেই,
পৃথিবী নতুন করে জন্ম নেয়,
আর আমি , পাপী হয়ে না থেকে হয়ে যাই এক নিবেদিত আত্মা।