আজকাল সম্পর্কগুলো বড়ই ঠুনকো,
সহজেই ভেঙে যায় ফিকে হয় দেখো।
কিছু নাম, কিছু মুখ, কিছু পুরোনো সুর,
আজও ভিড় করে আসে মনের ভেতর।
একসময় ছিল কত গভীর বোঝাপড়া,
কত হাসি, অভিমান, কথা ছিল জমা।
আজ সবই শুধু স্মৃতির পাতায় ধূসর,
বুকে জমা কেবলই এক নীরবতা।
কথা ছিল হাসির, সুখের গল্প বোনার,
হাতে হাত রেখে এক জীবনের স্বপ্ন গড়ার।
সেই স্বপ্নগুলো আজ এক-একটা ছবি,
চেনা শহরে আজ সবই অচেনা ছবি।
সম্পর্কের নাম ছিল এককালে ‘প্রেম’,
সেই প্রেম আজ ব্লকলিস্টে অদৃশ্য ফ্রেম।
তুমি নেই, আমিও নেই, আছে কেবলই শূন্যতা,
কিছু না বলা কথা আর কিছু নীরবতা।
ব্লকলিস্টে থাক ফোন নম্বর তাতে কী?
ভালোবাসা থাক হয়ে মনের খবর।
সম্পর্ক না থাক সংযোগটুকু যেন থাকে,
স্মৃতির আনাচে কানাচে মনের বাঁকে।