প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ১২:০০ অপরাহ্ণ
বাবা যখন ঘোড়া
ঘোড়ার পিঠে চড়বে খোকা
দুষ্টু বিকেল বেলা,
বাবা'ই সাজে ঘোড়া নিজে
চলছে মধুর খেলা।
চলছে ঘোড়া এঘর ওঘর
খোকন ধরে কান,
বাবা সুখে ছুটে চলে
মুখে ধরে গান।
হাট হাট ঘোড়া চাবুক মারে
খোকা পিঠে কষে,
তবু বাবা হাসেন তিনি
মুখ ভরা তাঁর রসে।
এই খোকাই বাবা হবেন
বাবা হবেন দাদু,
তখন খোকার থাকবে মনে
বৃদ্ধ বাবার জাদু?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com