শনিবার (২৩ আগস্ট) রাত পৌনে ১১টায় নগরের হজোর মোড় এলাকায় বরখাস্ত ডিবি এসআই মাহবুব হাসানকে স্থানীয়রা মারধর করে। পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
মাহবুব হাসান ২০১৯ সালে ব্যবসায়ী মাসুদ রানার ছেলে রাজীব আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে শিমলা বাগানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল। ওই সময় পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করা হয়। পরবর্তীতে রাজীবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ১৬ মাস কারাভোগের পর রাজীব জামিন পান।
বর্তমানে মাহবুব হাসানের মাথায় আঘাত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন। মামলার অন্যান্য তথ্য তদন্তাধীন।