এই বাংলার মাটি জল সোনার চেয়ে খাঁটি
জন্ম আমার এই দেশে নেই ঝগড়া ঝাঁটি।
সোনার অঙ্গে ধূলি মেখে পুলক দুই চোখে।
জন্ম আমার ধন্য হয় বাংলার রুপ দেখে।
মাঠে মাঠে সোনা ফলে কৃষাণের তপ্ত ঘামে
বাদলা দিনে বৃষ্টিতে ভিজে চাষী মাঠে নামে।
গর্বে আমার বুক ভরে মা’র পরশ পেয়ে
মাথার উপর আছে তার আর্শিবাদ ছেঁয়ে।
বাংলায় আমি কথা বলি বাংলায় গান গাই
বাংলা আমার মাতৃভূমি বড় আপন তাই।