কলম
দুহাত তুলি মোনাজাতে
দয়া তুমি কর দান,
না হয় যদি কোনোকিছু
কেড়ে নাও আমার প্রাণ।
পাতিয়াছি ভিক্ষার ঝুলা
ভরিয়া দাও ধনের গোলা,
টাকা খড়ি নাহি দিলে
রক্ষা কর মান।
কাউরে দিলা শীতলপাটি
কাউকে বানাও মানুষ খাঁটি,
মরার বেলায় জীবন পায় কেউ
কারোর কাড়িয়া নাও জান।।
করিতে পার যা খুশি তাই
তুমি বিনে কেহ তো নাই,
দীনদুনিয়ার মালিক তুমি
ওগো আমার জানের জান।