• আজ- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রকৃতির শান্তি

লেখক: স্বপন আকন্দ / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

add 1
  • লেখক: স্বপন আকন্দ

গুধুলির শেষ প্রহরে ক্লান্ত দেহ

যখন নীরে ফিরে,

তোমার শীতলতায় তখন হৃদয় প্রশান্ত হয়।

 

সমগ্র দিন কাটে জাঞ্জালময় পরিবেশ,

তুমি সেথায় নিরব, নির্জন বন, সবুজ শ্যামল;

দেখলেই ফুটে উঠে ভালোবাসার ফুল।

আমি ঘুরেছি বহুপথ, বহু দেশ ঘুরে,

মিলেনি কোথাও শান্তির রেশ;

পেয়েছি শুধু তোমার শিয়রে—

প্রশান্তিময় সেরা পরিবেশ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ