গুধুলির শেষ প্রহরে ক্লান্ত দেহ
যখন নীরে ফিরে,
তোমার শীতলতায় তখন হৃদয় প্রশান্ত হয়।
সমগ্র দিন কাটে জাঞ্জালময় পরিবেশ,
তুমি সেথায় নিরব, নির্জন বন, সবুজ শ্যামল;
দেখলেই ফুটে উঠে ভালোবাসার ফুল।
আমি ঘুরেছি বহুপথ, বহু দেশ ঘুরে,
মিলেনি কোথাও শান্তির রেশ;
পেয়েছি শুধু তোমার শিয়রে—
প্রশান্তিময় সেরা পরিবেশ।