ভোটের হাওয়া বইছে দেশে
বাজবে তবলা বাদ্য,
গায়ের জোরে ভোটটা দিতে
করবে নাকো বাধ্য।
প্রার্থী চিনে ভোটটা দিবে
নেইকো মনে শঙ্কা,
চারিদিকে খুশির বার্তায়
বিজয়ের ওই ডঙ্কা।
খুশির উচ্ছ্বাস মাতবে সবে
প্রার্থী গুলোর ভক্ত,
ঈদ আনন্দে কাটবে দিনটা
ঝরবে নাকো রক্ত।
পছন্দের ওই প্রার্থীর পাবে
ভেবে সবার আগে,
সেই প্রার্থীর যে চিন্তে তবে
বিবেকবোধে জাগে।
আসবে প্রার্থী জনের কাছে
মানব সেবক বেশে,
সেই প্রার্থীর বিজয় হলেই
শান্তি থাকবে দেশে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান