নদীর কাছে গিয়েছিলাম শান্ত দুপুর বেলা,
জল ছুঁয়ে যায় মৃদু হাওয়ায় করে সুখের খেলা।
নৌকা চলে পাল উড়িয়ে দূরের বাঁকে বাঁকে,
মাঝি গায় উদাসী গান মনটা যে তাই ডাকে।
ঢেউ ওঠে আর ঢেউ ভাঙে জলের সুরের তালে,
যেন সে কত কথা বলে নীরবে আপন মনে।
বালুর চরে আঁচল পেতে রোদ নিয়েছে কোলে,
আকাশ তারে দেখছে স্বচ্ছ হাসি হেসে হেসে।
নদী শুধু বইতে জানে থামতে নাহি চায়,
যেন সে এক জীবন-দর্শন পথটি দেখায়।
নদীই আমার নীরব বন্ধু, নদীই আমার সখী,
নদীর কাছে গিয়ে খুঁজে পেলাম বাঁচার শক্তি।