সাদা মেঘের ভেলায় ভেসে এসেছিলো শরৎ,
সাথে নিয়ে শিউলি, বকুল, কাশের সমাহার।
সবুজ মাঠে ভরা ছিলো নবীন সবুজ ধান,
শরৎ নিয়ে এসেছিলো অনেক উপহার।
এবার বিদায় নিচ্ছে শরৎ আসছে হেমন্ত,
নতুন ধানের গন্ধে চাষির খুশির নেই অন্ত।
কাটবে কৃষক নতুন ধান আর করবে নবান্ন,
চাষি ভাইয়ের ঘরে খুশির জোয়ার এজন্য।
উড়কি ধানের মুড়কি হবে বিন্নী ধানের খই,
সেই আশাতে আমরাও পথপানে চেয়ে রই।
নতুন ধানের পিঠে হবে ভাপা, চিতই, পুলি,
রোজ এভাবে সুখেই কেটে যাবে এ দিনগুলি।