দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ মার্কিন ডলার। বিশ্বব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতবারের তুলনায় এবার মাথাপিছু আয় বেড়েছে ৪২ ডলার।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে এশিয়ার ২০টি দরিদ্র দেশের তালিকায় মাথাপিছু আয়ে শীর্ষে রয়েছে জর্ডান। দেশটির মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার। আর বাংলাদেশ ২ হাজার ৫৯৩ ডলার আয়ে তালিকার ১২তম অবস্থানে রয়েছে।
এদিকে প্রতিবেশী ভারতের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে মাত্র ১০০ ডলার বেশি। শ্রীলঙ্কা বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার এগিয়ে। তবে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় দেড় হাজার ডলার কম।
তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির মাথাপিছু আয় মাত্র ৪১৩ মার্কিন ডলার।