অনলাইন ডেস্ক: দেবহাটায় আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজন ও বাস্তবায়নে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় এ দিবস উদ্যাপিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন দেবাটা থাার ওসি গোলাম কিবরিয়া হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ফায়ার সার্ভিস লিডার কলিমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন, ছাত্র প্রতিনিধি মোজাহিদ বীন ফিরোজ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবাহটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুপ কুমার দাস, দেবহাটা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক বিষ্ণুপদ সহ বিভিন্ন শ্রেণির মানুষ। এসময় বক্তরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি আশ্রয়কেন্দ্র নির্মান। এছাড়া সীমান্ত নদী রক্ষায় টেকসই বেড়িবাধ নির্মান ও দুর্যোগের কাজ করা উদ্ধার দলকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সামগ্রী সরবাহ করা।