মহাকালের রণভূমিতে আজ
কাকেরা নৃত্য করে
মিথ্যার ফানুসে ওড়ে
অসহায় প্রজার রক্তমাখা অধিকার।
ক্ষমতার আসনে বসে থাকে
স্বার্থান্ধ অন্ধকারের সম্রাট
বিষবাষ্পে শ্বাসরুদ্ধ জনতা
আদালতের গর্ভ থেকে ঝরে পড়ে
ন্যায়ের কঙ্কাল।
মানবতা বন্দী হয় অদৃশ্য কারাগারে।
বিকৃত স্বার্থপরতার বিষধর নখরে
জর্জরিত বসুমাতা।
বিচারহীন অরাজকতার কফিনে
দাফন হয় আশার প্রদীপ।
মানবতা নিমজ্জিত হয়
দমবন্ধ আঁধারে।