এই যে আমি ভীষণ একা কাটছে তবু দিন,
তুমি থাকলে হয়তো হতো জীবনটা রঙিন।
ভাঙা চশমা, শুকনো গোলাপ, পুরনো সেই বই,
নীলখামের ওই খোলা চিঠি আজকে আমার সই।
আজকে আমার একলা কাটে সকাল-সন্ধ্যা-রাত,
হয় না দেখা অনেক বছর সোনালি প্রভাত।
রাত-বিরেতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় মোর,
মানতে বড়ো বিষাদ লাগে তুমি এখন পর!
তারপরেও হাসিমুখে যাচ্ছে চলে কাল,
দিনের পরে যাচ্ছে যে মাস, যাচ্ছে চলে সাল।
থাকবে তুমি আমার মনে সারা-জীবনভর,
তোমার সাথে বেঁধেছি যে হৃদমাঝারে ঘর।