• আজ- মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছাত্রসমাজকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামের পল্টন থানার মামলা: মির্জা আব্বাস–রিজভীসহ বিএনপির ১৬৭ নেতাকর্মী অব্যাহতি পেলেন

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লেখক : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

add 1

অনলাইন ডেস্ক: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা ফায়ার সার্ভিস স্টেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন সঞ্চালনায় নির্দেশনামূলক বক্তব্য রাখেন তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সরদার আব্দুল হান্নান।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম এবং মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ।

অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের ড্রাইভার জুলকার নাইম, বুলবুল ইসলাম এবং ফায়ার ফাইটার তুহিনুর রহমান, আব্দুল হক, আল মামুন, তপু খান, ইমরান হোসেন, নাজমুল হোসেন, তানভীর আহমেদ, নোমান ও সাকিব। এছাড়া তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয়, তালা ডিগ্রি মহিলা কলেজের শিক্ষার্থী এবং মুক্তি ফাউন্ডেশনের উপকারভোগীরা মহড়ায় অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, এ দিবসটি সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। কোটি কোটি মানুষ এখানে দুর্যোগের ঝুঁকিতে বাস করে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা বাড়লে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমে আসবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ