প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
ডোরাকাটা জন্তু
ডোরাকাটা পশুগুলো
বন জঙ্গলে বাস,
বারোমাসি হিংস্রতা যে
হৃদ মাঝারে চাষ।
হায়েনা আর ওকাপি বাঘ
অজগর এক সাপ,
স্বভাবে যার ডোরাকাটা
সারা অঙ্গে পাপ।
নিশাচর এক বাঘডাশ আছে
ভয়ংকর রূপ তার,
সুযোগ পেলেই কামড় কাটে
ভাঙ্গে গলার হাড়।
আরও অনেক প্রাণী আছে
ডোরাকাটা হয়,
হুংকার শুনে যায়না ঘেঁষা
প্রাণে লাগে ভয়।
শিকার করে নিজের আহার
নাকে শুকে ঘ্রাণ,
মাংস ছিড়ে ভক্ষণ করে
নিষ্ঠুর নির্দয় প্রাণ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com