জন্মদিনে তোমায় জানাই
শুভেচ্ছা ও স্বাগত,
সদা হাসিখুশি থেকো
ভুলে গিয়ে সব ক্ষত।
কষ্ট-বিষাদ দূর হয়ে যাক,
দূর হয়ে যাক সব কালো,
বিষাদেরা বিদায় নিয়ে
কাটুক সময় খুব ভালো।
সদা হাসি লেগে থাকুক
মায়াবী এই মুখটাতে,
অকল্যাণ সব দূর হয়ে যাক
মঙ্গল আসুক এই হাতে।
হাজার বছর বেঁচে থেকো
শুভ, শুভ, শুভদিন,
আনন্দ ও সুখে কাটুক
পূজা দাশের জন্মদিন।