• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

লেখক : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

add 1

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শিক্ষার মানোন্নয়নে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনার্স-মাস্টার্স কলেজ ও ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষদের মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

জেলা প্রশাসক বলেন, ক্লাস চলাকালে কোনো শিক্ষক নিজ বাড়ি বা অন্য কোথাও কোচিং চালালে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, শ্রেণিকালীন সময়ে বিদ্যালয়ের ফটক তালাবদ্ধ রাখা এবং কোচিং বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে ধূমপান প্রতিরোধ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং অভিভাবকদের মানসিকতার পরিবর্তন এনে প্রকৃত শিক্ষায় মনোনিবেশ করানোর আহ্বান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমসহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ