কলম
কলম হাতে বসে আছি, কাগজখানা সাদা,
লিখতে গেলে মন বসেনা, লিখি আবল-তাবল কথা।
শব্দেরা সব গেছে বুঝি কোন সুদূরের দেশ,
এখন মাথায় চড়ে নাচে যত সব ভূত-পেত।
আকাশ দেখি, মেঘ দেখি, দেখি নদীর ধার,
কবিতা আসেনা ধ্যানে-জ্ঞানে ভুল হয় বারবার।
মগজে নেই কবিতার বসবাস, ভাবনারা সব চুপ,
লেখক হয়েও এখন আমি নির্বাক এক দর্শক।
ছন্দ-মিল কোথায় গেল, কোথায় আমার সুর?
বইয়ের ভাঁজে ধুলা জমে, মনটা অনেক দূর।
লেখকের বন্ধ্যাত্ব! এ বড়ই কঠিন ব্যাধি,
আশা রাখি, শীঘ্রই কাটবে লেখার এই অবধি।