ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৭৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ সিলিন্ডারপ্রতি ৩ টাকা কমানো হলো। এর আগে আগস্ট মাসে দাম কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা থেকে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একইসঙ্গে অটোগ্যাসের দামও সামান্য হ্রাস করা হয়েছে। ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৮ টাকা ২৮ পয়সা থেকে কমিয়ে ৫৮ টাকা ১৫ পয়সা করা হয়েছে।
এর আগে জুলাই মাসে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা এবং ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। জুন মাসেও এলপিজির দাম কমানো হয়েছিল, তখন ১২ কেজির দাম ২৮ টাকা হ্রাস পেয়ে ১ হাজার ৪০৩ টাকা হয়। একই সঙ্গে অটোগ্যাসের দামও লিটারপ্রতি ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশীয় পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়।