বুকের জমিনে ভালোবেসে একটু জায়গা দিস
দুঃখ গুলো মাখবো অঙ্গে আমায় সঙ্গে নিস।
হাতটা যদি ধরিস তবে, বুকটা পেতে দেব
সুখ গুলো সব তোকে দিয়ে, দুঃখ টুকু নেব।
এক ভেলাতে ভাসবো দুজন, বাধবো সুখের নীড়
দুজন শুধু হব দুজনার, আড়াল করে ভীড়।
একটু খানি মায়া করিস, ছায়া হয়ে থাকবো
মনে মনে প্রেম বিলাতে চুপিসারে ডাকবো।
করিসরে তুই মান অভিমান হলেই উনিশ-বিশ
দোহাই লাগে মন গভীরে একটু জায়গা দিস।