আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো সরাসরি নিয়োগ দেওয়া হবে দুই হাজার এএসআই পদে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি পাস।
বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠক শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, চার হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে, এর অর্ধেক পদোন্নতির মাধ্যমে এবং বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। এ বিষয়ে বিধিতে সংশোধন আনা হচ্ছে, যা নিয়োগ প্রক্রিয়াকে সহজ করবে।
নির্বাচনের আগে এ নিয়োগের প্রেক্ষাপট প্রসঙ্গে আইজিপি বলেন, “প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বিভিন্ন বাহিনীতে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। তারই অংশ হিসেবে এএসআই নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে।”
জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানান, সরকার নির্বাচনী প্রস্তুতিকে রোল মডেল হিসেবে দেখতে চায়। সেই অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পদগুলো সৃষ্টি করা হয়েছে। নিয়োগ বিধিমালায় কিছু সংশোধনও আনা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের একদিকে নিয়োগ চলছে, অন্যদিকে প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত আছে। সিপাহি থেকে শুরু করে পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই যেন বাহিনীকে প্রস্তুত করা যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান