আল্লাহর জিকিরে হৃদয়
প্রশান্তময় লাগে
তাঁর দয়াতে মন বাগানে
খুশির পুষ্প জাগে ।
রবের দেয়া রিজিক খেয়ে
বাঁচি জগৎ মাঝে,
রিযিক খেয়ে করবো শোকর
থাকবো ভালো কাজে ।
রবের তরে খুশি আসে,
শান্তি সুখের ধরা,
রবের তরে দুঃখ আসে
নেয়ামতে ভরা ।
রবের প্রেমে বৃষ্টি নামে
শুকনো মরুর বাকে,
তাইতো দয়াল এই বান্দা আজ
তোমায় কেঁদে ডাকে ।