ঢাকা: জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সাকলাইন মোস্তফা সাজিদ আরও একটি ঘরোয়া দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে গত বুধবার এক রাউন্ড বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেন ১৩ বছর বয়সী এই ফিদে মাস্টার। শেষ পর্যন্ত ৭ রাউন্ডের সবকটিতেই জয় পান তিতাস ক্লাবের হয়ে খেলা সাকলাইন।
এই টুর্নামেন্টে তিনি হারিয়েছেন তার চেয়ে বেশি রেটিংধারী মিনহাজ উদ্দিন আহমেদ, সুব্রত বিশ্বাস ও তাহসিন তাজওয়ারকে। সাকলাইনের বর্তমান ফিদে রেটিং স্ট্যান্ডার্ড দাবায় ২২০৪। লক্ষ্য দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়া। তবে কোচ ও নিয়মিত প্রশিক্ষণ ছাড়া এই পথ কঠিন বলেই মনে করেন তিনি।
গত কয়েক বছর যে সব আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়েছেন, সবগুলোতেই কোচ ও প্রশিক্ষণ ছাড়াই খেলেছেন সাকলাইন। এমনকি গত জুনে দুবাই ওপেনের বি ক্যাটাগরিতে ষষ্ঠ হয়ে জিতেছেন এক হাজার মার্কিন ডলার পুরস্কার।
তার বাবা আবুল কালাম আজাদ বলেন, ‘ও যথেষ্ট মেধাবী। অন্তত ছয় মাসের প্রশিক্ষণ দিলে অনেক দূর এগোতে পারবে।’ সাকলাইনেরও আক্ষেপ, ‘ট্রেনিং করে খেলতে পারলে অনেক ভালো ফল হতো।’
আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে প্রায়ই স্পনসর সংকটে পড়েন সাকলাইন। সর্বশেষ দুবাই টুর্নামেন্টে যেতে তাকে সহায়তা করেন তিতাস ক্লাবের কর্মকর্তা কাজী সাইদ হাসান। নবম শ্রেণির এই শিক্ষার্থীর স্বপ্ন— দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়া।