কিছুদিনের ব্যবধানে আবারও নতুন ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর সরাসরি মেটা এআই রাইটিং হেল্প সুবিধা নিতে পারবেন।
নতুন এই ফিচার দ্রুত ও আকর্ষণীয়ভাবে মেসেজ লেখায় সহায়তা করবে। অনেক সময় তাড়াহুড়ো করে মেসেজ পাঠাতে গিয়ে বানান ভুল হয়ে যায় বা মেসেজটি ঠিকভাবে সাজানো হয় না। এই সমস্যার সমাধান করবে এআই ফিচারটি।
ফিচার কীভাবে কাজ করবে:
যখনই কোনো মেসেজ লেখা শুরু করবেন, চ্যাট বক্সে একটি ছোট পেনসিল আইকন দেখা যাবে। সেখানে ট্যাপ করলে মেটা এআই চার ধরনের সাজেশন দেবে—প্রফেশনাল, মজাদার, সাপোর্টিভ কিংবা শুধু প্রুফরিড। ব্যবহারকারী চাইলে পছন্দমতো সাজেশন বেছে নিয়ে মেসেজটি শুদ্ধ ও সুন্দরভাবে পাঠাতে পারবেন। অ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচার শুধু পরামর্শ দেবে, কোনো মেসেজ সংরক্ষণ করবে না। ফলে গোপনীয়তা পুরোপুরি সুরক্ষিত থাকবে।
কারা উপকৃত হবেন:
মূলত শিক্ষার্থী, ইংরেজি ভাষায় দুর্বল ব্যবহারকারী, শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ কিংবা অফিসে সিনিয়র ও গ্রাহকের সঙ্গে প্রফেশনালভাবে কথা বলার ক্ষেত্রে এই ফিচার বিশেষ সহায়ক হবে।
ব্যবহারবিধি:
ফিচারটি ব্যবহার করতে হলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ডাউনলোড করতে হবে। এরপর চ্যাটে মেসেজ টাইপ করার সময় টেক্সট বক্সে পেনসিল আইকনে ক্লিক করলেই এআই সাজেশন পাওয়া যাবে।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ আবারও প্রমাণ করে, ভবিষ্যতের ডিজিটাল দুনিয়া কতোটা এআই–নির্ভর হতে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান