ছড়া কবিতা
যে প্রভু দান দিলো জান
ওই প্রভুর শরিক করে ,
মানুষ এর প্রাণ
কোন শিরিক বাজ করে এ ,
খারাপ কাম ?
যে করে এ কাম
তার নাই জান ও প্রাণ।
আছে শুধু তার মাথা ভরা ,
গোবরের ঘ্রাণ
তুমি চাও যদি প্রাণ ,
তাইলে তুমি পাবে তুমি দান ।
তাই ওই মহৎ প্রভুর শরিক,
করো নাগো অবুঝ প্রাণ ।