অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলার উন্নয়নে বিশেষ সরকারি বরাদ্দ ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় উন্নয়নকামী সংগঠন ও সচেতন নাগরিকরা। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এ জেলা প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও মানবসম্পদ দিয়ে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও সরকারি উন্নয়ন প্রকল্পে অবহেলিত থেকে আসছে বলে অভিযোগ করেছেন তারা।
রবিবার (৭ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের উপদেষ্টা আফসার আলী, আহ্বায়ক ইকবাল মাসুদ, সদস্য মোস্তফা বকুলুজ্জামান ও এস এম মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যরা জেলার স্বার্থে বিশেষ বরাদ্দ ঘোষণার আহ্বান জানান।
তারা বলেন, সাতক্ষীরা শুধু সীমান্তবর্তী জেলা নয়, বরং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। প্রতিবছর হাজার কোটি টাকার চিংড়ি ও মাছ রপ্তানি করে এ জেলা বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখে। কৃষি খাতে লবণাক্ততা-সহিষ্ণু প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবনী দৃষ্টান্ত স্থাপন করেছে সাতক্ষীরা। পাশাপাশি সুন্দরবন ঘেঁষা এ জেলা পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র, যা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বিপুল আয় করতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সাতটি উপজেলায় এখনও দুর্বল অবকাঠামো, জলাবদ্ধতা, নদীভাঙন ও কর্মসংস্থানের অভাব তীব্র আকারে বিদ্যমান। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও নদীভাঙনে কৃষি ও মৎস্য খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নও জরুরি হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ দাবি করেন, সাতক্ষীরার উন্নয়নের জন্য একটি আলাদা উন্নয়ন প্যাকেজ ঘোষণা করতে হবে। বিশেষ করে পানি ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ অবকাঠামো খাতে বাড়তি বরাদ্দ দিতে হবে। একইসঙ্গে বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
তাদের প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে:
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরাম মনে করে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলার প্রতি ন্যায্য দৃষ্টি দেওয়া এখন সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ নিয়ে বরাদ্দ নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।