• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

অপেক্ষা”

রাহেলা আক্তার / ১১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
কোথায় তুমি প্রিয়া
ছড়া কবিতা

add 1
  • রাহেলা আক্তার

দিবা রজনী কেটে যায়–
একাকী নির্জনে বসে হায়!
আছি আজো অপেক্ষায়।
জানি এই ভুবনে নেই তুমি
তবু যেন খুঁজে পাই তোমাতে আমি।
মৃত্তিকার বুকে আমার চাহনিতে
যখনি অজস্র ঘাসফুল হাসে,
আখির কোণেতে
বিবর্ণ সকল স্মৃতিকথা ভাসে।
ছলছল নয়নে ভাবী নিরালায়
আছি কি! আজো অপেক্ষায়?
মিথ্যা আহমিকার ধুম্রজালে তুমি আচ্ছন্ন
তোমার হ্রদয়ে লালিত ভালোবাসা
আড়ালে রেখে,ভাবছো কেনো হলাম প্রসন্ন।
কখনো বলোনি,বলতে পারোনি
শুধু একটি বার
আছি যে, আমি তোমার আশায়
দিনের পর দিন ছিলাম অপেক্ষায়।
আহমিকার দেয়াল ভেদ করে,
হচ্ছে বুঝি তোমার আগমন?
এই একটি শব্দ শোনার নিমিত্তে
কি এর শ্রুতি মধুরতা!
আরতো কিছু চাইনি,নয় বিত্তবৈভন।
তাহলে কেন?
কিছু না বলেই, শেষ নিঃশ্বাস
আমায় করে জীবন্ত লাশ।
দিবা রজনী কেটে যায়,
একাকী নির্জনে বসে হায়!
আছি আজো অপেক্ষায়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ