দিবা রজনী কেটে যায়–
একাকী নির্জনে বসে হায়!
আছি আজো অপেক্ষায়।
জানি এই ভুবনে নেই তুমি
তবু যেন খুঁজে পাই তোমাতে আমি।
মৃত্তিকার বুকে আমার চাহনিতে
যখনি অজস্র ঘাসফুল হাসে,
আখির কোণেতে
বিবর্ণ সকল স্মৃতিকথা ভাসে।
ছলছল নয়নে ভাবী নিরালায়
আছি কি! আজো অপেক্ষায়?
মিথ্যা আহমিকার ধুম্রজালে তুমি আচ্ছন্ন
তোমার হ্রদয়ে লালিত ভালোবাসা
আড়ালে রেখে,ভাবছো কেনো হলাম প্রসন্ন।
কখনো বলোনি,বলতে পারোনি
শুধু একটি বার
আছি যে, আমি তোমার আশায়
দিনের পর দিন ছিলাম অপেক্ষায়।
আহমিকার দেয়াল ভেদ করে,
হচ্ছে বুঝি তোমার আগমন?
এই একটি শব্দ শোনার নিমিত্তে
কি এর শ্রুতি মধুরতা!
আরতো কিছু চাইনি,নয় বিত্তবৈভন।
তাহলে কেন?
কিছু না বলেই, শেষ নিঃশ্বাস
আমায় করে জীবন্ত লাশ।
দিবা রজনী কেটে যায়,
একাকী নির্জনে বসে হায়!
আছি আজো অপেক্ষায়।