• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

অনলাইন পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা

লেখক : / ৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

add 1

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার তিন অনলাইন সাংবাদিকের বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানি মামলা হয়েছে। উপজেলার পদ্মপুকুর গ্রামের মুক্তার মোড়ল এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী মামলাটি গ্রহণ করে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন—পুরন্দপুর গ্রামের আফজাল হোসেন চাঁদ (প্রকাশক, চাঁদনী বিডি ডট কম), সন্তোষনগর গ্রামের মিঠুন সরকার (প্রকাশক, কলারোয়া নিউজ) এবং আঙ্গারপাড়া গ্রামের খোরশেদ আলম।

মামলা সূত্রে জানা যায়, মুক্তার মোড়ল দীর্ঘদিন ধরে এসিআই কোম্পানির লাইভস্টক এসিস্ট্যান্ট হিসেবে কৃত্রিম প্রজননসহ পশুচিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গত ১ সেপ্টেম্বর অনলাইন ও প্রিন্ট মাধ্যমে তার বিরুদ্ধে ‘সাংবাদিক পরিচয়ে পশু চিকিৎসকের রামরাজত্ব ও ৭৫ টাকার বীজ বিক্রয় করছে ১২শ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

অভিযোগে বলা হয়েছে, অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে আসামিরা মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, যার ফলে মুক্তার মোড়লের ব্যবসায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ