• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

১০ মাসে সনদ পেয়েছে ৯৪ চলচ্চিত্র, জমা নেই একটিও

মোঃ আব্দুল্লাহ / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

add 1

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের পর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে গত ১০ মাসে জনসম্মুখে প্রদর্শনের যোগ্য ৯৪টি চলচ্চিত্রকে সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মাসে সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়ার মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ৩৮টি, পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ২৯টি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ১২টি এবং প্রামাণ্যচিত্র ১৫টি। এ ছাড়া বিভিন্ন দূতাবাস থেকে প্রেরিত এবং ফিল্মক্লাব ও চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য মোট ৪৮৪টি চলচ্চিত্রকে পরীক্ষণপূর্বক বিশেষ সনদ দেওয়া হয়েছে। এর পাশাপাশি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ১৯টি বাংলা ও ইংরেজি চলচ্চিত্রের ট্রেলারকে সনদ প্রদান করেছে। বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সনদ গ্রহণের জন্য কোনো চলচ্চিত্রের আবেদন অপেক্ষমাণ নেই বলেও জানানো হয়েছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ