ঈদটা যেন হবে হবে
এমন কিছু আগে ;
মনের মাঝে সুখের নদী
তখন থেকে জাগে।
উঠোন ভরা কোলাহলে
ধুম ছড়ানো খুশি ;
নতুন জামার বুক পকেটে
আনন্দ সব পুষি।
আলতো ছোঁয়ার খুচরো কয়েন
ঈদটা যেনো কেনা ;
নিদারুণ এক কৌতূহলে
ঈদ হয়ে যায় চেনা!
সেই কবেকার হাসি-খুশি
নাই কভু আর ভিতর ;
আগের মতো জমে না আর
মজার ঈদুল ফিতর।