• আজ- সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

‘হারিয়ে যাওয়া ঈদ’

লেখক : / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫

add 1
  • – এম এ জিন্নাহ

ঈদটা যেন হবে হবে
এমন কিছু আগে ;
মনের মাঝে সুখের নদী
তখন থেকে জাগে।

উঠোন ভরা কোলাহলে
ধুম ছড়ানো খুশি ;
নতুন জামার বুক পকেটে
আনন্দ সব পুষি।

আলতো ছোঁয়ার খুচরো কয়েন
ঈদটা যেনো কেনা ;
নিদারুণ এক কৌতূহলে
ঈদ হয়ে যায় চেনা!

সেই কবেকার হাসি-খুশি
নাই কভু আর ভিতর ;
আগের মতো জমে না আর
মজার ঈদুল ফিতর।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ