কোন সে দেশের বুকে বলো স্বপ্ন থাকে আঁকা
প্রজাপতি উড়ে যেথায় ছড়িয়ে রঙিন পাখা।
নদীর বুকে ঢেউয়ের খেলা উছলে পড়ে রোজ
পাহাড় যেথা ফুল পাখিদের নিত্য রাখে খোঁজ।
কোন দেশেতে সবুজ মাঠে ফসল হাসে সুখে
ফিরলো খোকা খেলা শেষে সাঁঝে মায়ের বুকে।
কোন দেশেতে পুকুর জলে হাঁসের ভেসে চলাৃ
কলমিলতার ঘ্রাণের সাথে একটু কথা বলা।
কোন দেশেতে মাঝির গানে নৌকা চলে সারি
মন্ডা মিঠাই সাথে নিয়ে মামা আসে বাড়ি।
কোন দেশটা বীর শহীদের রক্ত দিয়ে মাখা
বাংলাদেশই সে দেশ শোন স্বপ্ন দিয়ে আঁকা।