বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্বের উৎস। কিন্তু সময়ের পরিক্রমায় দেশের শাসকরা সেই অর্জনকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। স্বৈরাচারী শাসকরা বারবার জনগণের অধিকার কেড়ে নিয়ে এই জাতিকে ভুল ইতিহাসে অন্ধ করে রাখার চেষ্টা করেছে। দেশের প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, ও জনগণের অধিকারকে তারা পদদলিত করেছে।
আমাদের প্রজন্ম এতদিন চুপ ছিল, কারণ তাদের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। কিন্তু ধীরে ধীরে তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। শিক্ষার্থীরা যখন অধিকার আদায়ে রাস্তায় নেমেছে, তখনও শাসকরা তাদের নির্মমভাবে দমন করেছে। রক্ত ঝরেছে, প্রাণ গেছে, কিন্তু এ জাতির সাহসকে কেউ দমাতে পারেনি।
আজ আমরা এক নতুন সূর্যোদয়ের সাক্ষী, যেখানে মানুষ তার বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এ স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, মানসিক মুক্তিরও। আমরা একটি দুর্নীতিমুক্ত, ন্যায়বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থী থেকে শুরু করে সব পেশার মানুষ একসঙ্গে দেশকে এগিয়ে নেবে।
আমাদের স্বপ্নের বাংলাদেশ আজ বাস্তবায়নের পথে। আমরা সবাই মিলে এক সোনার বাংলা গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। সুখের আবেশ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।