যতটুকু সাজাতে চাই
তার চেয়েও বেশি চুরমার হয়ে যায়!
স্বপ্নের লতা বেয়ে উপরে উঠতেই
লতাগুলো নুয়ে পড়ে ঘুমভাঙা শহরে।
প্রত্যাশার ঝিলে ফোটে না নীলোৎপল,
নেই অলকানন্দায় অনিন্দ্য হিন্দোল।
প্রগলভ চিত্ত মানে না সরল সমীকরণ
নয়তো মানে না নিউটনের তৃতীয় সূত্র।
বেপরোয়া হিসেবের খাতায়
যখন অনুশোচনার গন্ধ থাকে না,
তখন দুঃখ কষ্ট কিংবা বিষন্নতার সব রং
নগ্ন জ্যোৎস্নার আলোতে ধুয়ে নিলেও
সুখগুলো একদিন চাঁদের কলঙ্ক নিয়েই
ফিরে আসে এক নিঃসঙ্গ শাকুরা সন্ধ্যায়।