• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে

সাহিত্যপাতা ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
জামায়াতে ইসলামী
তত্ত্বাবধায়ক সরকার

add 1

স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেই সরকারের অধীনে নির্বাচন হয়, তারাই সাধারণত জয়ী হয়। তাই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিকল্প নেই

বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনের (NCC) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেন, কমিশনের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ইউনিয়ন সদস্য পর্যন্ত প্রায় ৭০ হাজার ইলেক্টরাল বডি গঠন করা হবে। তবে নিরপেক্ষতা না থাকলে এই সংখ্যা “কোনও কাজে আসবে না” বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, জুলাই চার্টার্ডে সবাই সাক্ষর করবে এবং যারা সরকার গঠন করবে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে — এটাই প্রত্যাশা।

বৈঠকের শুরুতে তিনি জানান, গতকালের বৈঠকে জামায়াত অংশ নেয়নি “প্রতীকী প্রতিবাদ” হিসেবে। তবে পরে জামায়াত আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার যোগাযোগের মাধ্যমে নিরপেক্ষতার বিষয়ে আশ্বাস পাওয়া যায়।

তাহের আরও জানান, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে জামায়াত স্বাগত জানিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আপত্তি ছিল না, তবে একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া এবং ব্রিফিং আয়োজন করায় তারা উদ্বিগ্ন।

তাদের মতে, এটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরল, এবং এতে অন্যান্য রাজনৈতিক দলও বিব্রত হয়েছে।

তিনি আরও দাবি করেন, দুই-একটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দলই এনসিসি গঠনের পক্ষে রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত ইসলামীর প্রতিনিধির জন্য আধাঘণ্টা অপেক্ষার পর আলোচনা শুরু হয় এবং তাদের অনুপস্থিতিতেই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ